সুভাষ মজুমদার
হুগলি জেলা কৃষাণ ক্ষেতমজদূর তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক ও জেলা সভাপতি রামেন্দু সিংহরায় এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও পার্টি অফিস উদ্বোধন হয়ে গেল যার উদ্বোধন করেন বেচারাম মান্না ৷ তারকেশ্বর বিধানসভার অন্তর্গত চৌতারা মোড় বাস স্টপেজ এলাকায় ৷ ১০০ জনের বেশি মানুষ এই রক্তদান শিবিরে রক্ত দান করেন মুখে মাস্ক হাতে স্যানিটাইজার এবং স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে প্রত্যেকটি মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলে এই কার্যক্রম, পাশাপাশি আজ সারাদিন ব্যাপী খুব কম সংখ্যক ব্যক্তিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় রাত 12 টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৷ উপস্থিত ছিলেন রাজ্য কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না এছাড়াও হুগলি জেলা কৃষাণ ক্ষেতমজদূর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পতিত দাস, জেলা পরিষদের সদস্যা পিয়া সাঁতরা, তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রদীপ সিংহ রায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা ৷