গোপাল দেবনাথ
শুভ জন্মাষ্টমীর দিন শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের পাঁচতলা” বিবেক ভবন” এবং “মা সারদা প্রসাদ মন্ডপ”এর শুভ উদ্বোধন হল ৷ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকার এর মন্ত্রী তাপস রায় এবং ব্যারাকপুর এর পুলিশ কমিশনার মনোজ ভার্মা ( ips)এবং পাঁচজন আইপিএস অফিসার সহ 5O জন পুলিশ কর্মী ও মহারাজগণ .