শ্যামল রায় লোনের টাকা জমা দিতে গিয়ে ৫০০ টাকার নোট জাল। এই অভিযোগে কেতুগ্রাম থানার পুলিশ গ্রেফতার করল গ্রাহক মাম্পি বিশ্বাস এবং তার দেওর রকিবুল ইসলাম কে।শনিবার কেতুগ্রাম থানা সূত্রে জানা গিয়েছে যে কেতুগ্রামের অবস্থিত ভারতীয় স্টেট ব্যাঙ্কে লোনের টাকা পরিশোধ করতে টাকা জমা দিতে গিয়েছিলেন মাম্পি বিশ্বাস নামে এক গ্রাহক। হাতে গিয়েছিলেন তার দেওর […]
খায়রুল আনাম , বীরভূম : বোলপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকার একটি মোবাইলের দোকানে চুরির ঘটনার বিষয়টি জানা যায় আজ সকালে। দোকানের মালিক সুব্রত মণ্ডল জানিয়েছেন, সকালে দোকান খুলে চুরির বিষয়টি জানা যায়। দোকানের এ্যাজবেস্টরের চাল ও সিলিং ভেঙে ভিতরে ঢুকে নগদ ৩০ হাজার টাকা-সহ প্রায় ৯০ হাজার টাকার মালপত্র চুরি হয়ে গিয়েছে। পুলিশ এসে ঘটনার […]
সেখ নিজাম আলম বাঁশকোপায় জলে ডুবে মৃত্যু। বেসরকারি ইস্পাত কারখানায় কাজ শেষ করে বারি ফিরছিল নেপাল রুইদাস [৪৫] । পশ্চিম বর্ধমানের বাঁশকোপার এক কারখানায় সে কাজ করে । দোমড়ায় বাড়ি । বাড়িতে রয়েছে গোয়াল পুজো । ভগবতির পুজোর দিনে গ্রামের বাসিন্দারা গৃহপালিত গরুর পুজো করেন । সেই কারনেই লাগে আতা , বেল আর শালুক ফুল […]