ঐশিক সেন
ইস্কন দুর্গাপুর শাখার পক্ষে ঔদার্য চন্দ্র দাস জানিয়েছেন নির্দিষ্ট বিধি মেনে ভক্ত দের মন্দিরে প্রবেশ ঘটবে l তবে রাত ন টায় মন্দির বন্ধ হয়ে যাবে l দর্শনার্থী রা আর প্রবেশ করতে পারবেন না l মন্দিরের ব্রম্ভচারী মহারাজরা এই পূজোয় অংশ নেবেন শুধুমাত্র l