মোহন সিং
পান্ডবেশ্বরঃ পান্ডবেশ্বর বিধান সভা এলাকার ছোড়ার শঙ্করপুর ক্যান্টিনের কাছে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন মঙ্গলবার করেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। সেখানে যঞ্জের শুভারম্ভ করেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এদিন তিনি ঘোষণা করেন যে, মন্দির তৈরীর জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে। অনুষ্ঠানে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন , গণতান্ত্রিক ব্যবস্থায় জনপ্রতিনিধিদের উপর যতটা অধিকার তাকে সমর্থন করা মানুষ দের থাকে, একই অধিকার বিরোধী দেরও থাকে। যারা আমাকে সমর্থন করেছেন, আর যারা করেননি, আমার বিরোধিতা করেছেন, তাদেরও আমি বিধায়ক। গণতান্ত্রিক ব্যবস্থাকে ঠিক রাখা আমাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে। তিনি আরো বলেন, গত সাড়ে চার বছরে যত কাজ করেছি, তা কতটা ঠিক ও কতটা ভুল তার ফয়সালা পান্ডবেশ্বরের মানুষেরা করবেন। কিন্তু এই সাড়ে চার বছরে একটা কাজ তো নিশ্চয় হয়েছে। তা হলো আমরা পান্ডবেশ্বরের পরিবেশ পরিবর্তন করার চেষ্টা করেছি। আমরা এই এলাকার মানুষ দের আতঙ্ক থেকে মুক্তি দেওয়ার পুরো চেষ্টা করেছি। রাজনৈতিক ভাবে বিরোধিতা আছে ঠিকই। তবে তার মধ্যেও পান্ডবেশ্বরের উন্নয়নে সবাই এক। তিনি আরো বলেন, ভগবানের মন্দির তৈরী করার ক্ষমতা মানুষের থাকেনা। ভগবান তা আমাদের মাধ্যমে তৈরি করিয়ে নেন৷ ভগবানের কাছে প্রার্থনা করি, তার দয়া সবার উপর যেন থাকে। সবাই যেন সুখে শান্তিতে থাকেন।