আমিরুল ইসলাম
; মঙ্গলকোটে চলতি সপ্তাহে উদ্ধার হওয়া ১৮ টি তাজা বোমা নিষ্ক্রিয় করলো বোম ডিসপোজাল টিম। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বকুলিয়া ও ভাল্যোগ্রামে উদ্ধার হওয়া ১৮ টি তাজা বোমা নিষ্ক্রিয় করলো বোম ডিসপোজাল টিম ।সোমবার মঙ্গলকোট থানা থেকে এক কিলোমিটার দূরে লালডাঙ্গা মাঠে এই বোম গুলি নিষ্ক্রিয় করা হয়।উপস্থিত ছিলেন সিআইডির বোম ডিসপোজাল টিম , ফায়ার ব্রিগেড ও মঙ্গলকোট থানার পুলিশ।উল্লেখ্য এই বোম উদ্ধারকে ঘিরে মঙ্গলকোট থানা একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে থাকে।