সাধন মন্ডল
সারা জেলা জুড়ে ভি আর পি কর্মীদের সংগঠন তাদের কাজের ন্যায্য মাসিক ভাতার দাবিতে বিডিও অফিসে স্মারকলিপি দিলেন। আজ তেমনি রায়পুর ব্লকের ভি আর পি দের সংগঠন এর সদস্যরা মিছিল করে রায়পুর বিডিও অফিসে আসেন এবং তাদের মাসিক বেতন 15000 টাকাসহ 8 দফা দাবি নিয়ে রায়পুরের বিডিও সঞ্জীব দাস এর কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি দিয়ে বেরিয়ে এসে এক সাক্ষাৎকারে রায়পুর ব্লকের ভি আর পি সংগঠনের সভাপতি সমরেশ রায় বলেন আমরা দীর্ঘদিন ধরে সরকারের নানা রকম সমাজসেবামূলক কাজের সাথে জড়িত রয়েছি।বর্তমানে আমরা করোনা সচেতনতায় অংশগ্রহণ করে চলেছি। আমরা সরকারের কাছে দাবী জানাচ্ছি আমাদের মাসিক বেতন ন্যূনতম 15 হাজার টাকা করা হোক এছাড়া আমাদের স্থায়ীকরণ করা হোক। মুখ্যমন্ত্রী কয়েক বছর আগেই বলেছিলেন আমাদের স্থায়ীকরণের কথা তাই আমাদের দাবি মেনে আমাদের স্থায়ীকরণ করা হোক।সংগঠনের সহ-সম্পাদক দীপ্তিশ মন্ডল বলেন আমরা ভি আর পি রা ডাটা এন্ট্রি থেকে শুরু করে করোনা সচেতনতায় অংশগ্রহণ করে চলেছি। সরকারের বিভিন্ন প্রকল্প গুলো মানুষের কাছে তুলে ধরছি তাই আমাদের দাবি আমরা যেহেতু সরকারের কাজ করছি তাই আমাদের কাজের সরকারি স্বীকৃতি দেওয়া হোক, এবং মাসিক নূন্যতম 15000 টাকা বেতন দেওয়া হোক।