সেখ সামসুদ্দিন
বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক রাজ্যের গৌরব অরিত্র পালকে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মহঃ জাহাঙ্গীর, শিক্ষক ও সাংবাদিক জয়ন্ত বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। একই সময়ে পূর্ব বর্ধমান জেলা শাসকের প্রেরিত শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান মেমারি ১ বিডিও বিপুল কুমার মন্ডল, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ সহ বিভাগীয় কর্মীবৃন্দ।
128 12,89,834