ক্ষুদ
সৌমেন হোড়
বিদূরের ক্ষুদ,ক্ষুদিরাম
সোনার বাংলার ফসল
খুব দামি নন, ক্ষুদে
আঁকালে পরমান্ন।
পদাতিক,সৈনিক
ভারত মায়ের তরে
ক্ষুদের ক্ষুদ্র প্রাণ
করেছেন বলিদান।
টিক্ টিক্ টিক্…
ঘড়ি চলা শুরু
দশটা দশ
একশো সমান
এক বীর
ভারত সন্তান।।