জুলফিকার আলি
:- আবারো ব্লক প্রশাসন ও স্থানীয় এক সমাজ সেবী সংগঠন এর মানবিক চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বোরডাঙ্গী গ্রামের বৃদ্ধ-বৃদ্ধা দীর্ঘদিন ধরে ওই গ্রামে বসবাস করেন, কিন্তু এক দিকে মাথা গোঁজার জন্য নিজস্ব জায়গা ও করবো হারা হয়ে গিয়ে ছিল বৃদ্ধ বৃদ্ধার কারণে, অবশেষে ব্লক প্রশাসন ও রাইন অমর সেবা সংঘ নামের সমাজ সেবী সংগঠন এইসব বৃদ্ধ বৃদ্ধার পাশে দাঁড়ালেন, ব্যবস্থা করে দেওয়া হলো মাথা গোঁজার জন্য অস্থায়ী ভাবে বাড়ির ব্যবস্থা, এবং ব্লক প্রশাসনের তরফ থেকে ওই বৃদ্ধ-বৃদ্ধার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো বার্ধক্য ভাতা, আর এই অমানবিক কর্মকাণ্ড দেখে যথেষ্ট খুশি হয়েছে বাসিন্দারা, কারণ দীর্ঘদিন ধরে ওই বোরডাঙ্গী গ্রামে বসবাস করার কারণে গ্রাম বাসীদের মনে মায়াজাল এর মধ্যে আবদ্ধ হয়েছে ওই বৃদ্ধ-বৃদ্ধা, তবে প্রশাসন ও সমাজ সেবী সংগঠনের সহযোগিতায় অত্যন্ত খুশি হয়েছে গ্রাম বাসীরা। এ বিষয়ে কোলাঘাট ব্লকের বিডিও মদন মন্ডল বলেন আমরা অসহায় এই বৃদ্ধ বৃদ্ধার পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত খুশি হয়েছি, আমরা সব সময় ওনানাদের পাশে থাকব যা কিছু অসুবিধা হয় আমরা নজরপাত করব।