আমিরুল ইসলাম,
সবুজ উন্নয়নের লক্ষ্যে দুয়ারে গাছ কর্মসূচি ভাতারের পানুয়াতে।
সেভ ট্রি সেভ ওয়াল্ড এর উদ্যোগে ভাতারের পানুয়া গ্রামে অনুষ্ঠিত হলো দুয়ারে গাছ কর্মসূচি এখানে প্রায় 1000 মানুষকে একটি করে ফলের গাছ বিতরণ করা হয়।
সেভ ট্রি সেভ ওয়াল্ডের কর্মসূচিতে খুশি ভাতার এলাকার মানুষজন।
আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লেবু এসমস্ত ফলের গাছ বিতরণ করা হয় দুয়ারে গাছ কর্মসূচিতে পাশাপাশি বেশ কিছু ফুলের গাছ বিতরণ করে করা হয়।
বর্তমান সরকার দুয়ারে রেশন, দুয়ারে সরকার, বিভিন্ন কর্ম পালন করছেন এই প্রথম ভাতারে পালিত হল দুয়ারে গাছ।
সেভ ট্রি সেভ ওয়াল্ড এর প্রেসিডেন্ট আবু আজাদ জানান, সবুজ উন্নয়নের জন্য আমাদের এই দুয়ারে গাছ কর্মসূচি আমরা গোটা রাজ্যজুড়ে এটা পালন করছি।