সেখ সামসুদ্দিন,
মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ হতে মাধ্যমিকে রাজ্যে প্রথম মেমারির গৌরব অরিত্র পালকে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কুমার কান্তি রায়, সহসভাপতি বিপ্লব কুমার পাল, সম্পাদক রামকৃষ্ণ হাজরা, সদস্য পার্থ সামন্ত, মনোজ মন্ডল ও সেখ সামসুদ্দিন। রামকৃষ্ণ হাজরা জানান ওর উজ্জ্বল ভবিষ্যতের পথে কোনো সহযোগিতা লাগলে পাশে থাকবেন। এদিন চিকিৎসক অভয় সামন্ত ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান।
143 12,89,834