সাধন মন্ডল
বিশ্ব আদিবাসী দিবস এই আদিবাসী দিবস উপলক্ষে রাজ্যের সাথে জঙ্গলমহলেও দিনটি উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদা সহকারে। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কোতুলপুর থানার পরিচালনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা সহ বিশিষ্ট মানুষজন। এছাড়া জঙ্গলমহলেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হলো। রায়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফুলকুসমায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হল উপস্থিত ছিলেন রায়পুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু,রাইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজকুমার সিং সহ বিশিষ্ট জন। এছাড়া সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারেঙ্গা মিশন মাঠে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। এছাড়া সারেঙ্গা থানা পুলিশের পরিচালনায় সকাল থেকেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এলাকার দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, রায়পুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শেখর রাউত, সারেঙ্গা থানার আইসি সূর্য শংকর মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীবৃন্দ।