খায়রুল আনাম
এমনিতেই উত্তেজনাপূর্ন জেলা হিসাবে চিহ্নিত বীরভূম। প্রতিদিনই জেলার কোথাও না কোথাও রাজনৈতিক সংঘর্ষ, অশান্তি, বোমাবাজির ঘটনা ঘটেই চলেছে। সেইসাথে জেলা সীমান্ত এলাকার একটা বড় অংশ ঝাড়খণ্ড রাজ্য সীমানা লাগোয়া হওয়ার কারণে জেলা প্রশাসনকে রীতিমতো তটস্থ থাকতে হয়। পুলিশ বাহিনী দিয়ে জেলার নিরাপত্তা ব্যবস্থার উপরে যে সর্বদা, সর্বত্র নজরদারি চালানো সম্ভব নয়, সে জন্য জেলার বিভিন্ন প্রান্তে এবং ঝাড়খণ্ড সীমান্তে আগেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। তাতে নিরাপত্তা ব্যবস্থাকে একেবারে আঁটোসাঁটো করা যাচ্ছে না। এজন্য জেলার বিভিন্ন প্রান্তে আরও ২ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হলো। এর সত্যতা স্বীকার করে নিয়ে জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, জেলার নিরাপত্তার স্বার্থে এটা করা হয়েছে। প্রয়োজনে আরও এধরনের ক্যামেরা বসানো হতে পারে। শান্তিনিকেতনে যে সব বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি রয়েছে, এমন সব বাড়ির নিরাপত্তার কথা ভেবে শান্তিনিকেতনেও ৩২টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।।
ছবি প্রতীকি