সুরজ প্রসাদ,
বৃহস্পতিবার বর্ধমানের কাঞ্চননগর রথ তলা এক বাসিন্দার বাড়ি থেকে উদ্ধার হয় একটি চার ফুটের গোখরো সাপ সাপটিকে বাড়ির মধ্যে দেখতে পেয়ে এক স্বেচ্ছাসেবী সংগঠন কে ফোন করে বাড়ির মালিক বর্ধমান সোসাইটি ফর এনিমেল ওয়েলফেয়ার নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে সাপকে উদ্ধার করে সাপটিকে প্রাথমিক শুশ্রূষা করার পর নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেন তারা সংগঠনের এক সদস্য জানিয়েছেন আজ 16 ই জুলাই বিশ্ব সর্প দিবস বা স্নেক ডে সাপ ও অন্যান্য বিলুপ্তপ্রায় সরিসৃপ সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করতেই এই দিনটি পালন করা হয় আজ একটি সাপের কথা জানতে পেরে আমরা এখানে এসে সাপটিকে উদ্ধার করি এবং শুশ্রূষা করার পর আমরা সেটিকে ছেড়ে দিই পরিবেশের মধ্যে আগের থেকে মানুষ এখন সাপ সম্পর্কে অনেকটাই সচেতন হয়েছেন অহেতুক ভীতির বসে সাপ কে ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত থাকছেন এটা খুবই ভালো ইঙ্গিত