আমি তোমার গান গাই
দীপঙ্কর চক্রবর্তী
আমি এখন আর কোন গান গাই না
কোন কথাও বলতে চাই না
আমার অবসন্ন দেহ নিয়ে কি করবে
এখা েন এ জমিতে সবুজ ফসল হয় না,
রুক্ষ মাটিতে আগাছায় ভরে গেছে।অতি প্রিয়,
প্রিয় হাসি,গান,কথার চলন্তিকা ভরে শুধু এক শূন্যতা
এক আকাশ, বুক ভরা ভালোবাসা,আনন্দ গান এখন
শুধু হাহাকারে পরিনত হয়েছে।
রাতের আকাশে আর তারা খুঁজি না,খুঁজি না
জোনাকী,লাভহিসেব সব ভুলে শুধু অন্ধকার,
শ্মশানের চিতাকাঠ নেভে না,নদীর কলতানে
সব আবর্জনা ধূয়ে যায়,শুধু আর ভাললাগা হারিয়ে গেছে
প্রিয়জনদের জন্য এভাবেই সব একে একে হারিয়ে যায়।।