উত্তর পর্ব
দীপঙ্কর চক্রবর্তী
রক্তের বীজ থেকে যে ফসলে পৃথিবীর গোলাঘর
ভরে যায়,
সেখানে সূর্যের আলোয় ভরে উঠবে
আমাদের অতীতের ইতিহাস
মুখোসের কালো রাত্রি ছেয়ে যাবে,
জীবনের ক্যানভাসে ফুটে উঠবে
অন্তরের সব গ্লানি।
তোমার না বলা কথার যন্ত্রনা
এঁকে দেবে শরীরের অনুতে অনুতে
তুমি এভাবে বেঁচে থাকতে চাইলে
রোপন হওয়া জমিতে ধানের শিষে
হাওয়া খেলে যাবে নয়ত বজ্রের ঘায়ে
নুয়ে পরবে আমাদের চেনা সভ্যতা
মহাকালের প্রাচীন সংগ্রামে এগিয়ে চলবো
দুহাত ধরে
সামনে যত বাধা আসুক,জীবন থাকতে
হেরে না গিয়ে মাটির গভীরে খুঁজে নেবো ঠিক
প্রানের অস্তি