আমফ্যানে ক্ষতিগ্রস্ত আবেদনকারীদের বাড়ির তদন্ত করতে গিয়ে আক্রান্ত হলেন সরকারি কর্মী এবং আধিকারিকরা, শালবনির ঘটনা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত 6 তারিখ এবং 7 তারিখ ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে সারা রাজ্য জুড়ে, অনলাইন ব্যবস্থা সাথে সাথে রাজ্যের প্রত্যেকটা ব্লক ও পৌরসভাতে আবেদনপত্র গ্রহণ করা হয়েছে , শালবনী ব্লকের বিগত দু’দিনে অনলাইন এবং হাতে হাতে বিডিও অফিসে প্রায় তিন হাজার সাতশোর বেশি আবেদনপত্র জমা পড়েছে ক্ষতিপূরণের আবেদন জানিয়ে , আবেদনপত্র খতিয়ে দেখার পর আজ থেকেই তদন্ত শুরু হয়েছে এবং ব্লকের আধিকারিকেরা এবং কর্মীরা আবেদনকারীদের বিভিন্ন গ্রামে গিয়ে সরাসরি ক্ষতিগ্রস্থ বাড়ির তদন্ত করেছেন , এই তদন্তের সময় শালবনী ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের সারসবেদিয়া গ্রামে এবং লালগেড়িয়া অঞ্চলের চাঁদাবিলা গ্রামে কিছু মদ্যদ ব্যাক্তি আক্রমণ করেন সরকারী আধিকারিকদের , তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং দা উঁচিয়ে মারবার চেষ্টা করে, পরবর্তী সময়ে পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়, এক্ষেত্রে আরো উল্লেখ্য সালবনী ব্লকে ৩৭০০ আবেদন পড়লেও পার্শবর্তী ব্লক কেশপুরে সংখ্যাটা ৩৫ হাজারেরও বেশি এবং সবং ব্লকে ৫১ হাজারেরও বেশি