অপেক্ষা,
অর্পিতা বণিক,
বন্ধ ঘরে বন্দি দশায়
ব্যাকুল এই মন
শৃঙ্খলহীন মুক্তির খোঁজে
অপেক্ষায় প্রতিক্ষণ।
ফিরব যেদিন আমরা সবাই
স্বাভাবিক ছন্দে
উঠব মেতে সেদিন সবাই
উল্লাসে, আনন্দে।
মুক্তি পাব সেদিন আমরা
বন্দিদশা থেকে
স্তব্ধ জীবন চলবে আবার
নতুন দিশার দিকে।