সুভাষ মজুমদার,
চাঁপাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগে রক্তদান শিবিরের আয়োজন।
শুক্র বার প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন চাঁপাডাঙ্গা,অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্ত দাতাদের একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।মূলত করোনা পরিস্থিতি তে রক্ত সংকট দূর করতে এই রক্তদান শিবিরের আয়োজন।
উপস্থিত ছিলেন তারাকেস্বর বিধায়ক রামেন্দু সিংরায় ,চাঁপা ডাঙ্গা পঞ্চায়েত প্রধান সোমা চ্যাটার্জি তারাকেস্বার পৌর সভার পৌর প্রশাসক সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।