মহিশীলা কলোনী কন্টাইনমেন্ট জোন
কাজল মিত্র
:-আসানসোল পৌরনিগমের মহিশীলা কলোনীতে বিগত তিন চারদিনে পরপর ৬-৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসার পরেই জেলা শাসকের নির্দেশে এলাকাটিকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয় ৷ স্থানীয়রা ২ নং মহিশীলা কলোনীর ও ১ নং মহিশীলা কলোনীর গান্ধী মূর্তি এলাকায় টিন ও বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে রাস্তা বন্ধ করে দিয়েছেন। সরকারি নির্দেশে সমগ্র মহিশীলা কলোনী কন্টেনটাইন জোন হিসাবে চিহ্নিত করেছেন। তবে স্থানীয় পুরপিতা জানিয়েছেন , মহিশীলা কলোনি অঞ্চলে স্যানিটাইজের ব্যবস্থা করা হয়েছে ৷ তবে বারবার মহিশীলা অঞ্চল কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষিত হওয়ায় এলাকাবাসীদের মধ্যে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে