টিকা দিতে খরস্রোতে হেঁটে কাশ্মীরের স্বাস্থ্যকর্মীরা!
এস মন্ডল,
কর্তব্য পালনে ওরা অবিচল, এলাকাবাসীদের বাঁচাতে ওরা তৎপর। তাই খরস্রোতা নদীতে হেঁটে প্রত্যন্ত এলাকায় হাজির ওরা।হ্যাঁ, এইরকম এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত শুক্রবার জম্মু ও কাশ্মিরের রাজৌরি জেলায় কাঁদি ব্লকে এলাকাবাসীদের করোনা টিকা দিতে তিনজন স্বাস্থ্যকর্মীর খরস্রোতা নদীতে হেঁটে পেরিয়ে যাওয়ার ঘটনার ভিডিও টি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুজন মহিলা এবং একজন পুরুষ ছিলেন। মাথায় করোনা টিকার বাক্স নিয়ে ওরা প্রত্যন্ত এলাকায় পৌঁছে যায়। স্থানীয় স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন – ‘ওই এলাকায় ১০০% টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। তাই প্রতিকূল পরিস্থিতির মাঝেও যেতে হয়েছে ওখানে’। ইতিমধ্যেই কাশ্মীরের এই স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি নিয়ে কর্তব্য পালনে দায়বদ্ধতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ অনেকেই।