করোনা রোধে তৎপর সালানপুর ব্লক ,পঞ্চায়েত এলাকায় এলাকায় গিয়ে নেওয়া হবে লালা রস
কাজল মিত্র
:- সালানপুর ব্লকে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত রোধ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে সালানপুর ব্লক প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ও সালানপুর পঞ্চায়েত সমিতি ।যার জন্য ব্লকের বিভিন্ন জায়গায় নির্দিষ্ট স্থানে লালা রস সংগ্রহ করে তা পরীক্ষার বন্দোবস্ত করা হচ্ছে। রূপনারায়ণপুর নান্দনিক হলে সবজি বাজার ও পাশাপাশি এলাকার ব্যবসায়ীদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং জানান নান্দনিক -এ আরও মানুষের লালা রস সংগ্রহ করার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে দ্রুত ব্লক বাসীর নমুনা পরীক্ষা করে আক্রান্তদের চিকিৎসার আওতায় আনা প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।তাছাড়া সালানপুর ব্লকের পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গিয়ে গিয়ে মানুষের লালা রসের নমুনা সংগ্রহ করা হবে। তবে এবিষয়ে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে রূপনারায়ণপুর পঞ্চায়েত এলাকায় এই পঞ্চায়েত এলাকায় তিনটি দিন এ জন্য নির্ধারিত করা হয়েছে। তাছাড়া যেসব এলাকায় কোন কোন দিন লাল রস সংগ্ৰহ করা হবে তা দেখেনিন
১০ আগস্ট রূপনারায়ণপুর পঞ্চায়েত সংলগ্ন উপস্বাস্থ্য কেন্দ্রে
১১ আগস্ট জিৎপুর-উত্তররামপুর পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে
১২ আগস্ট সালানপুর পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে
১৩ আগস্ট আল্লাডি পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে
১৪ আগস্ট দেন্দুয়া পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে
সংশ্লিষ্ট এলাকার মানুষের লালা রস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ জন্য প্রতিটি কেন্দ্রে অন্তত ৫০ জনের নাম একদিন আগেই সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলিতে লিপিবদ্ধ করাতে হবে।