কবিরুল ইসলাম,
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে এক শিক্ষক দম্পতির ছেলে অনন্য কৃতী গড়লো।মাত্র ৮ বছর ৭ মাস বয়সে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডের’স্বীকৃতি পেল আয়য়ুষ নন্দী। ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের বইটিতে ২০২২ এর অডিশানে আয়ুষের নাম লেখা থাকবে। ওর মেধা,ওর ইচ্ছা আর চেষ্টা ওকে এই সাফল্যে পৌঁছে দিলো। আয়ুষ আবৃত্তি,বক্তৃতা,যেমন খুশি সাজো,হাতের লেখা,যোগ ব্যয়াম,হাতের কাজ,অঙ্কন ইত্যাদি বিভিন্ন বিষয়ে রাজ্য,জেলাস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ৬০ টি শংসাপত্র ও পুরষ্কার পেয়েছে।পড়াশোনায় মেধাবী ছাত্র আয়ুষ পাঁচ মিনিটে সর্বাধিক (১৮টি) বাংলা কবিতা আবৃত্তি করতে সফল হয়েছে-এই প্রতিভার জন্য ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডের স্বীকৃতি পেয়েছে ওর সাফল্যে খুশি কাটোয়া শহরবাসী ।ওর এই প্রতিভা যাতে আরও বিকশিত হয় তার চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন শিক্ষক বাবা অভীক নন্দী।