অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজনের খুশিতে কল্যানেশ্বরী বিজেপি পাটির তরফে ১কুইন্টাল
৬০কেজি লাড্ডু বিতরণ:-
কাজল মিত্র
অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজনের খুশিতে কল্যানেশ্বরী বিজেপি পাটির তরফে লেফট ব্যাংক,কল্যানেশ্বরী,নতুনপাড়া, নিউ কলোনী প্রভৃতি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ১কুইন্টাল
৬০কেজি লাড্ডু বিতরণ করা হলো। এই প্রসঙ্গে ভারতীয় জনতা মজদুর মঞ্চ রাজ্য কমিটির সদস্য নেতা মনোজ তেওয়ারী বলেন অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজনের খুশিতে আমাদের বিজেপি পার্টি অফিসে ভগবান রামের পুজো করে প্রদীপ জ্বালিয়ে ১কুইন্টাল ৬০কেজি লাড্ডু বিতরণ করা হলো।
সারা দেশবাসীর কাছে এটি একটি বড় উপলব্ধি বলে মানা যেতে পারে,এটি একমাত্র আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পারতেন,আর তিনি সেটা করে দেখিয়েছেন।
এখন সারা দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে,তাই আমরা সীমিত ভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে কল্যানেশ্বরী অঞ্চলের বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে প্রসাদ রূপে লাড্ডু বিতরণ করলাম।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মবিন খান,রামচন্দ্র সাউ,সন্তোষ গোওড়া, নিমাই রায়, সোনি সিং, মুনমুন ভট্টাচার্য্য,
সন্দীপ পান,রাজকুমার তেওয়ারী,
প্রকাশ তেওয়ারী সহ আরো অনেকে।