সালানপুর থানার পুলিশের উদ্দোগে রূপনারায়নপুর ও দেন্দুয়া এলাকায় চালানো হয় এন্টি মাক্স অভিযান
কাজল মিত্র
দিনের পর দিন সারা দেশে বেড়ে চলেছে কোরোনা ভাইরাসের প্রকোপ, প্রতিনিয়ত সরকার ও প্রশাসন সাধারণ মানুষের জন্য এলাকায় এলাকায় মাইকিং করে সাধারণ মানুষদের সচেতন করছে,বারবার বলা হচ্ছে বাড়ির বাইরে বার হলে মাক্স ব্যাবহার বাধ্যতামূলক, সামাজিক দূরত্ব বজায় রাখা একান্ত প্রয়োজন কিন্তু সাধারণ মানুষ তা ভুলে মানছে না। কিছু দিন আগে সালানপুর গ্রামে এক ব্যক্তির কোরোনা পজিটিভ ধরা পড়ে,কিন্তু তাও সাধারণ মানুষ সতর্ক হচ্ছে না,মানছে না কোনো নিয়ম। তাই বুধবার রাত্রে ও বৃহস্পতিবার সকালে সালানপুর থানার পক্ষ থেকে সালানপুর থানার ইনচার্জ পবিত্র কুমার গাঙ্গুলি,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমর নাথ দাস, রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ সিকান্দার আলম পুলিশের দলবল নিয়ে রূপনারায়নপুর ডাবরমোড়, দেন্দুয়া,জেমারী, আল্লাডি তে এন্টি মাক্স অভিযান চালায়।মোটর সাইকেল চালক, সাইকেল চালক,দোকানদার যারা মাক্স ব্যাবহার করছে না,এমন ২৭ জন ব্যাক্তিকে পুলিশ আটক করেন।