সাধন মন্ডল
অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর সাথে সাথে জঙ্গলমহলের সারেঙ্গায় শ্মশান কালী মন্দিরের পাশে রাম মন্দির তৈরি ভূমি পুজো হল আজ। ভূমি পূজাকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ভূমি পুজোর উদ্যোক্তাদের মধ্যে অভিজিৎ চ্যাটার্জি বলেন আমরা আজ সকালে সারেঙ্গার পাশে বয়ে যাওয়া কংসাবতী নদী থেকে মঙ্গল ঘট নিয়ে এসেছি এবং সারেঙ্গা রাম মন্দিরথেকে মাটি নিয়ে এনে প্রস্তাবিত জায়গায় রাম মন্দিরের জন্য ভূমি পুজন ও যাগ-যজ্ঞ করা হল।