সালানপুরে ষোল দলীয় ফুটবল টুর্নামেন্ট কাজল মিত্র ; সালানপুর ব্লকের মালবহাল সিধু কানু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মালবহাল ফুটবল ময়দানে শুভ দীপাবলী উপলক্ষে ১২তম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।১৬ দলের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এসটি বয়েজ ও মুকেশ সুপার এইট এর মধ্যে ফাইনাল মোকাবিলা হয় । খেলার হাড্ডা হাড্ডি লড়াইয়ে ১-০ গোলে এসটি বয়েজ কে […]
রবীন্দ্র প্রয়ান দিবস পালন দীপঙ্কর চক্রবর্তী শুক্রবার পূর্বস্হলী র পারুলিয়া আনন্দলোক সংগীত মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮ তম প্রয়ান দিবস পালন করা হল।চারিদিকে গাছগাছালীতে ঘেরা,ফুলের বাগান,সাদা আলপনা,পাখির কলতানে মুখর করা আনন্দলোক প্রাঙ্গনে এই দিন সকালে অল্প কিছু ছাত্রছাত্রী মুখে মাস্ক পরে দূরত্ব বজায় রেখে রবীন্দ্রনাথের লেখা চিঠি,লেখা,কবিতা,গান পরিবেশিত হয়।প্রতিবারের মত এই অনুষ্ঠানে […]
শুভ ঘোষ , আইগ্লাম প্রেজেন্টস রুবারু মিসেস ইন্ডিয়া 2020।করোনা কালে ঘরবন্দি মানুষকে কিছুটা স্বস্তি দিতে আইগ্লামের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে রুবারু মিসেস ইন্ডিয়া 2020।বিশেষত ঘরবন্দি নারীদের জন্যই এই প্লার্টফর্ম,যারা সবার সামনে নিজেদের তুলে ধরতে চায়।আগামী 19 শে ডিসেম্বর নিউটাউনে আইগ্লামের পক্ষ থেকে আয়োজিত হবে এই বিশেষ র্যাম্প্য শোটি।করোনা কালে সমস্ত রকম সতর্কতা নিয়েই আয়োজিত […]