সেখ সামসুদ্দিন
মেমারি পুরসভার ১০ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে ওয়ার্ড অফিসের সামনে রাখী বন্ধন উৎসব পালিত হয়। বিদায়ী বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা প্রশাসনিক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্তের উপস্থিতিতে এখানে তিনশো মানুষের মুখে মাস্ক, হাতে রাখী পরিয়ে মিষ্টিমুখ করিয়ে একটি করে গাছের চারা তুলে দিয়ে সকলকে পরিবেশ, ভাইরাস বিষয়ে সচেতন করেন ও রবীন্দ্রনাথ ঠাকুরের রাখী বন্ধনের কথা স্মরণ করিয়ে দিতে ভোলেন নি। পথচলতি মাস্ক না পরা ব্যক্তিদের সরাসরি ধমক দিয়ে সতর্ক করেন। সুপ্রিয় সমন্তের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সহ পথচলতি সাধারণ মানুষ।