খায়রুল আনাম
পরিত্যক্ত বাড়ির কাছে হুকিংয়ের তার ছিঁড়ে পড়ে বীরভূমের সাঁইথিয়ার ভগবতীপুর গ্রামের দুই স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় কিছুদিন আগেই তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল। এবার একইভাবে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু হলো একটি গরুর। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা বোলপুর-রাজগ্রাম সড়কেও বিক্ষোভ দেখান। দাবি জানানো হয় ক্ষতিপূরণের। পরে পুলিশ গিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।।