বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে একশ কুড়িটি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়
ফারুক আহমেদ
মুর্শিদাবাদের সুতি থানার সোনাতলা গ্রামে বাংলা সংস্কৃতি মঞ্চের মুর্শিদাবাদ ইউনিটের উদ্যোগে একশ কুড়িটি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্য মোহাম্মদ রিপন, মফিদুল ইসলাম মুক্তা, রাজু সেখ, ইয়ানূর হাসান, শাকিল আহমেদ, গোলাম আম্বিয়া এছাড়াও বাংলা সংস্কৃতি মঞ্চের বাকি সদস্যরা। সেই গ্রামে পৌঁছতে গিয়ে বাংলা সংস্কৃতি মঞ্চের এক সদস্য জানালেন, আমাদেরকে নানা সমস্যার সম্মুখীন হতে হয় নেই উন্নত মানের রাস্তা, সারা রাস্তায় এক হাটু কাদা, দুই ধারে পাটক্ষেত। আমাদের সদস্যরা নিজেরাই মাথায় করে খাদ্য সামগ্রীর বস্তা নিয়ে পাট ক্ষেতের ভিতর দিয়ে ৫০ মিনিট হাঁটার পর গ্রামে পৌঁছে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিলাম। বাংলা সংস্কৃতি মঞ্চ উদ্যোগ নিয়েছে সমাজ কল্যণে এভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে। সারা বছর ধরে নিয়মিত সামাজিক আন্দোলন করে নয়া ইতিহাস রচনা করতে এগিয়ে এলেন বাংলা সংস্কৃতি মঞ্চের প্রেসিডেন্ট সামিরুল ইসলাম।