সুরজ প্রসাদ
মারা গেলেন শহর বর্ধমানের বর্ষীয়ান তৃণমূল নেতা সমীর রায়। তিনি বর্ধমান শহরের ৩২ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন তিনি বর্ধমান পুরসভার কাউন্সিলর ছিলেন। জেলা আদালতে আইনজীবী হিসাবেও কাজ করছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মঙ্গলবার দুপুরে তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ‘সারি’ ওয়ার্ডে রেখে তার করোনা নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ। তাকে কোভিড হাসপাতালে পাঠানোর জন্য ব্যবস্থা করার মধ্যেই বর্ধমান হাসপাতালেই তিনি মারা যান। তার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষে আনসার মন্ডল এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।