কাজল মিত্র
আসানসোলের বরবানী বিধানসভা কেন্দ্রের নুনি গ্রাম পঞ্চায়েতের কালী ধোড়ায় ইট বোঝা ট্রাক্টর উল্টে এক শ্রমিক মৃত।
জানা যায় নিহত সুধীর মুর্মু (২২) বারাবনি বিধানসভা কেন্দ্রের মনোহর বাহলের বাসিন্দা, তিনি ইট বোঝা ট্র্যাক্টারে বসে ছিলেন। স্থানীয়দের মতে, ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে শ্রমিকটি ট্রাক্টর থেকে লাফিয়ে পড়েও পালাতে পারেনি, কারণ ইট বোঝাই ট্রাক্টর তার উপর উল্টে যায়।
সাথে সাথে বারাবনি থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে বারাবনি থানার পুলিশ এসে পৌঁছায় এবং স্থানীয় দের সহায়তায় ইটভর্তি ট্রাক্টরের নীচে চাপা পড়ে সুধীর কে সেখান থেকে বের করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে ডাক্তার ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে ।
তবে পুলিশ ঘটনাস্থল থেকে ট্র্যাক্টরটি আটক করে ।
168 12,89,834