অনুষ্ঠিত হয়ে গেল “দ্য রয়েল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড – সিজন ১”-
কলকাতার লেক ক্লাবে রেড ওয়াইন ইন্টারটেইনমেন্ট-এর উদ্যোগে ১২ই ডিসেম্বর ২০২৫ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল “দ্য রয়েল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড – সিজন ১”।
বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ও সৃজনশীল ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা ছিল এই অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ ‘পাঞ্চালি মুন্সী’। তার হাত দিয়েই সম্মাননা প্রদান করা হয় গুণী ব্যক্তিত্ব শ্রীমতি লীনা গঙ্গোপাধ্যায় (লেখিকা) এবং বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী-কে।
এদিনের আয়োজনে আরও উপস্থিত ছিলেন শিল্পপতি জয়জিৎ ঘোষ, MLA দেবাশিস কুমার, এবং আরও বহু বিশিষ্ট সমাজসেবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য অতিথিবৃন্দ।
‘রেড ওয়াইন ইন্টারটেইনমেন্ট’-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এই অ্যাওয়ার্ড আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কাজ করা ব্যক্তিদের স্বীকৃতি প্রদান অব্যাহত থাকবে।










