হাওড়া – শ্রীরামপুর আদালতে মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত 

হাওড়া – শ্রীরামপুর আদালতে মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত 

মোল্লা জসিমউদ্দিন  , 

শনিবার সারাদেশের পাশাপাশি হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে  মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত। মূলত দু পক্ষের আপসে মিটে যায় সিংহভাগ মামলা।এই আইনী পরিষেবার জন্য কোন আর্থিক খরচ বহন করতে হয় না বিচারপ্রার্থীদের কে।  হাওড়া জেলা ও দায়রা বিচারক অভিজিৎ সোমের নেতৃত্বে এবং হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব আর্শেয়া মুস্তাকের পরিচালনায় জাতীয় লোক আদালত বসেছিল।জেলার সদর আদালতে ১৫ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি সর্বমোট ১৮ টি বেঞ্চ বসেছিল বলে জানিয়েছেন হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার  প্রসেনজিৎ ভট্টাচার্য। ওউদিন হাওড়া জেলা আদালতে ১ নং বেঞ্চে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শ্রী সোমেশ প্রসাদের  নেতৃত্বে ডাব্লুবিসিডিএল শুনানি চলে। তিন সদস্যের এই বেঞ্চে  আইনজীবী পুজা শংকর এবং সমাজকর্মী সুজাতা ভট্টাচার্য ছিলেন । এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে । অপরদিকে হুগলি জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতী মানালী সামন্তের পরিচালনায় শ্রীরামপুর মহকুমা আদালতে সিংহভাগ নথিভুক্ত মামলার নিস্পত্তি ঘটেছে  বলে জানিয়েছেন অফিস মাস্টার সাহানা খাতুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *