বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা মেমারি স্টেডিয়ামে
সেখ সামসুদ্দিন, ২৯ জানুয়ারিঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয় মেমারি স্টেডিয়ামে। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক, বিশেষ অতিথি প্রাক্তন ছাত্র তথা অবসরপ্রাপ্ত আর্মি শুভেন্দু মন্ডল এবং মেমারি বিদ্যালয়ে পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক অচিন্ত্যকুমার চ্যাটার্জী। বিদ্যালয়ে চার শতাধিক ছাত্র-ছাত্রী আজকের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানান প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী। তিনি আরো জানান বিদ্যালয়ে এদিনের প্রতিযোগিতায় বিভিন্ন দূরত্বের দৌড়, লেবু দৌড়, বিস্কুট দৌড়, অংক দৌড়, ব্যাঙ দৌড়, উইকেটে বল ছোঁড়া, দাঁড়িয়ে স্কিপিং, শট পাট সহ ৩৭ টি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।










