সম্প্রীতি উৎসব ২০২৬
সেখ সামসুদ্দিন, ২৫ জানুয়ারিঃ দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সম্প্রীতি উৎসব ২০২৬ নানান অনুষ্ঠানের মাধ্যমে চলছে। সকাল থেকে প্রভাত ফেরী, বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, চার দলীয় ফুটবল প্রতিযোগিতা সহ সান্ধ্যকালীন অনুষ্ঠান দিয়ে শেষ। মেমারি শহরে ক্রীড়া জগতে অনন্য নজির গড়ে চলেছে দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘ। আবাসিক ফুটবল কোচিং, ক্যারাটে প্রশিক্ষণ তাদের মাঠে চলছে। শুরু করতে চলেছে ডিউস ক্রিকেট কোচিং একাডেমি ও অ্যাথলেটিক কোচিং। পাশাপাশি সামাজিক কাজেও যথেষ্ট ভূমিকা দেখা যায়। সারা বছর ধরে থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা পূরণ করে চলেছে। আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার জন্য রক্তদান উৎসব করা হয়, সেখানে ৬০ জন মহিলা পুরুষ নির্বিশেষে রক্ত দেন। দুপুর ২টা থেকে চারদলীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাতগাছিয়া ফুটবল কোচিং সেন্টার, পাড়ার ফুটবল কোচিং সেন্টার, পান্ডুয়া ফুটবল একাডেমি ও খাঁড়ো যুবক সংঘ ফুটবল একাডেমি। চূড়ান্ত প্রতিযোগিতায় ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হয় খাঁড়ো যুবক সংঘ ফুটবল একাডেমি ও রানার্স হয় পান্ডুয়া ফুটবল একাডেমি। ম্যান অফ দ্য ম্যাচ সম্মান অর্জন করেন অঙ্কিত মোহান্ত এবং বেস্ট গোলকিপার সেখ মিরাজউদ্দিন। এদিন এই অনুষ্ঠানে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুরসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।










