সারেঙ্গার গো ডাঙ্গা গ্রামে থিমের সরস্বতী পুজো।

সারেঙ্গার গো ডাঙ্গা গ্রামে থিমের সরস্বতী পুজো।


সাধন মন্ডল বাঁকুড়া:— বসন্তী পঞ্চমী উপলক্ষে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে সরস্বতী পুজো । দিন পরিবর্তনের সাথে সাথে পুজোর রীতিনীতিতেও অনেক আধুনিকতার ছোঁয়া পেয়েছে। সেই সাবেকি প্রতিমা ছেড়ে এখন প্রতিমায় নানান আধুনিকতার ছোঁয়া। থিমের পুজোয় মেতেছে বাঙালি। জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের গোডাঙ্গা তরুণ সংঘের উদ্যোগে পালিত হচ্ছে সরস্বতী পুজো ।তাদের এবারের পূজোর থিম শিল্পাঞ্জির কোলে মা সরস্বতী। সংঘের অন্যতম সদস্য পুজো উদ্যোক্তা কালীচরণ দুলে বলেন আমরা এই পুজোকে কেন্দ্র করে কয়েক দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবারও তার ব্যতিক্রম নয় তাছাড়া প্রতিবছরই নতুন নতুন থিম নিয়ে আসি পুজোকে কেন্দ্র করে। শিশুদের আকর্ষণীয় করতে ও এলাকাবাসীর মনে নতুন খোরাক জোগাতে আমাদের এই ভাবনা। পুজো দেখতে আসা সোমা দুলে বিপ্লব দুলে রা বলে এই কয়েকটা দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি। আমাদের কাকুরা এই সরস্বতী পূজায় প্রতিবছর নানান চমক দিয়ে থাকে যা দেখে আমরা খুব আনন্দিত হই। গ্রামবাসী হিরু দুলে গ্রামের সকলের সহযোগিতায় আমরা কয়েকটি অনুষ্ঠান করে থাকি তার মধ্যে অন্যতম হলো সরস্বতী পুজো গ্রামের শিশু থেকে বৃদ্ধ সকলেই এই পুজোয় অংশগ্রহণ করে বিভিন্ন অনুষ্ঠানে। শিশুদের জন্য থাকে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এছাড়া মহিলাদের জন্য ও বয়স্ক ব্যক্তিদের জন্য নানান প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *