কলকাতা, ২৫ জানুয়ারি : SIR, শব্দটা এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে এই বাংলায়। বিশেষ নিবিড় সমীক্ষা হচ্ছে স্বচ্ছ ভোট প্রক্রিয়ার জন্য, কিন্তু দিন-দিন এই SIR-ই বাংলায় হিংসা ছড়াচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ নির্বাচন কমিশনকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থসিদ্ধির। রাজ্যের শাসকদল বিরুদ্ধে অনুপ্রবেশে হাওয়া দেওয়ার অভিযোগে। মৃত ভোটারদের নামে ভোট কারচুপির অভিযোগ। শাসকদলপন্থী BLO-রাও মাঠে ময়দানে আন্দোলনে। কাজের চাপে জেরবার তারা, দিনে দিনে বাড়ছে আত্মহত্যার সংখ্যা, অভিযোগ এমনটাই। এই রকম পরিস্থিতিতে শুনানির নোটিস। চরমে ভোটারদের হয়রানি। বিক্ষোভে ফেটে পড়ছেন সারা বাংলার মানুষ। নাক গলাতে হয়েছে সুপ্রিম কোর্টকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু বাস্তবের চিত্রটা অন্যরকম। আদালতের নির্দেশ কতটা পালন করছে রাজ্য সরকার? এই নৈরাজ্যের মধ্যে কোন রাজনৈতিক ফায়দা তুলছে রাজনৈতিক দলগুলো? ভোটবঙ্গে কীভাবে চলছে এই খেলা?
দেখুন, নিউজ সিরিজ ‘নৈরাজ্যের SIR’, ২৫শে জানুয়ারি, রাত ১০টায়










