গনিপুর হাইস্কুলে বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী
পারিজাত মোল্লা ,
সরস্বতী পূজা উপলক্ষে মহেশতলার গনিপুর হাইস্কুল (উ.মা.) বিদ্যালয় এক বর্ণাঢ্য বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করে থাকে । প্রদর্শনীটি ৩২তম বর্ষে পড়লো। এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং বর্তমান সভাপতি ডক্টর পল্লব কুমার দত্ত মহাশয়ের প্রাণবন্ত বক্তৃতার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা চিত্রালি কুন্ডু মহাশয়া উপস্থিত সকল ছাত্র-ছাত্রী এবং কৃতি ছাত্র-ছাত্রীদের তাদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানটির শুভ সূচনা করেন। এই অনুষ্ঠানের পরবর্তীতে উপস্থিত ছিলেন ড. পার্থ কর্মকার (পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি)। পরবর্তীতে বিদ্যালয়ের সভাগৃহে প্রদত্ত ড. কর্মকারের সংক্ষিপ্ত অথচ গভীর তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য সমবেত শ্রোতৃমণ্ডলীর মধ্যে ব্যাপক সাড়া জাগায় এবং সমগ্র অনুষ্ঠানের গৌরব ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে। এই প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল প্রতিভা ও জ্ঞানান্বেষণের প্রবণতা বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্বিকভাবে অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষাজীবনে এক স্মরণীয় ও সফল সংযোজন হয়ে ওঠে।










