লক্ষ্য জনসংযোগ, শহর বসিরহাটে উন্নয়নের সংকল্প নিয়ে মানুষের মধ্যে জোড়াফুল নেতৃত্ব।

লক্ষ্য জনসংযোগ, শহর বসিরহাটে উন্নয়নের সংকল্প নিয়ে মানুষের মধ্যে জোড়াফুল নেতৃত্ব।

বিধানসভা ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে। এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যজুড়ে রাজনৈতিক দলগুলির তৎপরতা চোখে পড়ার মতো। সেই আবহেই মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে উদ্যোগী হলো শাসক দল তৃণমূল কংগ্রেস। বসিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘উন্নয়নের সংলাপ’। বসিরহাটের সাঁইপালায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সোমা দাস, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত মজুমদার, টাকি পৌরসভার ১০ন‌ং ওয়ার্ডের কাউন্সিলর সীমা মুখোপাধ্যায়, বসিরহাট পৌরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান পিন্টু দাস এবং তৃণমূল কংগ্রেসের বসিরহাট টাউন সভাপতি রানা দাস-সহ একাধিক দলীয় নেতৃত্ব। এই কর্মসূচিতে এলাকার বাসিন্দাদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন নেতৃত্বরা। উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয়, পাশাপাশি শোনা হয় মানুষের দৈনন্দিন সমস্যা ও চাহিদার কথা। এলাকার রাস্তা, পানীয় জল, নিকাশি, আলো-সহ নাগরিক পরিষেবা নিয়ে আলোচনা হয় বিস্তারিত ভাবে। উন্নয়নের সংলাপের পাশাপাশি সাম্প্রতির বার্তাও দেন তৃণমূল নেতৃত্বরা। একদিকে তারা কালী মন্দিরে গিয়ে মায়ের আরাধনায় অংশ নেন, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাওলানাবাগে গিয়ে প্রার্থনা করে সম্প্রীতির এক অনন্য নজির গড়েন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে চলার বার্তাই উঠে আসে এই কর্মসূচি থেকে। জনসংযোগ আরও মজবুত করতে দলীয় নেতৃত্বদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যাহ্নভোজনেরও ব্যবস্থা করা হয়। একই পঙ্‌ক্তিতে বসে খাবার খাওয়ার মধ্য দিয়ে নেতা ও সাধারণ মানুষের দূরত্ব কমানোর চেষ্টা করা হয় বলে জানান আয়োজকরা। শাসক দলের এই উদ্যোগে খুশি এলাকার বহু বাসিন্দাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *