মানুষের উপকার করতে গিয়ে যদি জেল খাটতে হয়, তাও খাটবো: অনুব্রত

কাঁটাগড়িয়া মোড়ে তৃণমূলের অনুব্রত মণ্ডলের জনসভা

তথাগত চক্রবর্তী,নলহাটি : নাম না করে বিজেপিকে বলেন যত বড়ই ঝড় আসুক ঝড় আমরা রুখে দেবো , তুমি আমাদের ভয় দেখিয়ে পারবেনা,কি করবে জেল খাটাবে,আড়াই বছরতো খাটিয়েছো,ভয় পায়নায়। মানুষের উপকার করতে গিয়ে আবার জেল খাটতে হয়তো কাটবো।সিপিএম তাড়িয়েছি, বিজেপিকেও তাড়াবো, বীরভূমের নলহাটি দুই নম্বর ব্লকের কাঁটাগড়িয়া মোড় থেকে হুঙ্কার দিলেন অনুব্রত মণ্ডল।গত ছয় জানুয়ারি রামপুরহাটে তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় এসে অনুব্রত মণ্ডলকে ব্লকে ব্লকে আগের মতো জনসভা করতে নির্দেশ দেন। সেই নির্দেশে জেলায় আজ থেকে শুরু হলো অনুব্রত মণ্ডলের জনসভা। বক্তব্য রাখতে গিযে
তিনি বলেন, ” লড়াইয়ে না পেরে বেছে বেছে মুসলিমদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে বিজেপি। কেন? কারণ মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন। ” কান্দির ঘটনার উল্লেখ করে অনুব্রত মণ্ডল বলেন, ৭ নম্বর ফর্ম নিয়ে যেভাবে নাম বাতিলের চেষ্টা করা হয়েছিল তা ব্যর্থ হয়েছে। মানুষ রুখে দিয়েছে। দেখা গেছে সেই ফর্মে অধিকাংশ মুসলমানদের নাম। আর ভয় পাবেন না। চিন্তা করবেন না।
সুন্দর রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। তিনি জিতে গেছেন। এবার থেকে বি এল এ রা শুনানিতে থাকতে পাবে। আর শুনানি হবে প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে। তাই মা ভাই-বোনেদের উদ্দেশ্যে বলছি, সবাই একজোট হয়ে নির্বাচনের দিন জোড়া ফুলে ভোট দিয়ে তাদের জব্দ করে দিন। জনসভায় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ডঃ আশিস ব্যানার্জি, হাঁসনের বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, INTTUCর জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য্য, শিক্ষক সংগঠনের চেয়ারম্যান প্রলয় নায়েক সহ জেলার আরো অনান্য নেতৃত্বরা ও ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্যা ও অন্যান্য নেতৃত্বরা। জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *