বুথে বুথে এস,আই, আর হেয়ারিং করতে হবে এই দাবি তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ দেখালো আলিনগর গ্রামের সাধারণ মানুষ।
কর্মসূচি চলল সোমবার 11:30 মিনিট পর্যন্ত।
বেছে বেছে একটি সম্প্রদায়কে বেশি বেশি নোটিশ ধরাচ্ছে নির্বাচন কমিশন।
আর হিয়ারিং এর নাম করে মানুষকে হয়রানি করছে।
রাত পর্যন্ত হচ্ছে হিয়ারিং।
সাধারণ মানুষ নাজেহাল।
প্রতিটি পঞ্চায়েত এলাকায় এসে নির্বাচন কমিশন হিয়ারিং করুক এই দাবি তুলে রাস্তা অবরোধ করলো গ্রামের মানুষজন।
বর্ধমান ফুটিসাকো বাদশাহী রাস্তা অবরোধ করে বিক্ষব স্থানীয়রা ।
টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা।
প্রশাসনের কথাই সেই অবরোধ উঠে।
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।










