গোতিষ্ঠা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুনরায় নির্বাচিত অঞ্চল সভাপতি অভয়চাঁদ ঘটক কে সম্বর্ধনা, কর্মীদের উৎসাহ চোখে পড়ার মতো।
গোতিষ্ঠা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ নবনির্বাচিত অঞ্চল সভাপতি অভয়চাঁদ ঘটক কে বিশেষ সম্বর্ধনা জানালো তৃণমূল কংগ্রেস।
গত চার বছর তিনি এই অঞ্চলে অঞ্চল তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন।
দল পুনরায় তাকে অঞ্চল সভাপতি করেছে সেই খুশিতে কর্মীরা প্রথমে একটি মিছিল বের করে।
সেই মিছিল প্রথমে গোতিষ্ঠা বাস স্ট্যান্ড থেকে কাশেমনগর খেলার মাঠ পরিদর্শন করে।
কর্মসূচিতে ছিলেন গোতিষ্ঠা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অভয় চাঁদ ঘটক, অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রতিটি একটিভ কর্মী উপস্থিত ছিলেন।
ব্লক তৃণমূলের সদস্য সেন্টু মল্লিক জানান,
দল ভালো বুঝেছে তাই আমাদের আগের যিনি অঞ্চল সভাপতি ছিলেন তাকেই অঞ্চল সভাপতি ছিলেন তাঁকেই ফের অঞ্চল সভাপতি করেছে।
অঞ্চলের কর্মীরা ওনাকে সম্বর্ধনা জানালো, সামনে ভোট আছে আমাদের কর্মীরা একজোট হয়ে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবে।।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।










