বারা ও বসোয়া গ্রামে উন্নয়নের সংলাপ কর্মসূচিতে বিধায়ক, জেলা মহিলা সভানেত্রী ও INTTUC জেলা সভাপতি
বীরভূম , তথাগত চক্রবর্তী, বীরভূমের হাঁসন বিধানসভার নলহাটি দুই নম্বর ব্লকের বারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বারা গ্রামে শাইলমাইল পাড়া সহ আরো অনান্য পাড়ায় রাজ্য সরকারের উন্নয়নের বার্তা নিয়ে ঘরে ঘরে তৃণমূলের জনপ্রতিনিধিরা পাড়ায় সংলাপ নামে কর্মসূচি সারেন।রাজ্য সরকারের উন্নয়ন মুলক কর্মসূচি গুলো সব ঠিকঠাক পাচ্ছে কিনা তা খতিয়ে দেখেন ও অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন এলাকার বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জী। সঙ্গে ছিলেন জেলা মহিলা সভানেত্রী সাহারা মন্ডল, ব্লক সভানেত্রী চন্দ্রানী দত্ত, ফাইভ ম্যান কমিটির অন্যতম সদস্য আবু জাহের রানা, জেলা পরিষদের সদস্য নিতাই মাল,BERS আব্দুস সালাম, ব্লক শিক্ষক সংগঠনের সভাপতি গোপাল চন্দ্র দাস সহ আরো অনান্য নেতৃত্বরা ও কর্মী সমর্থকরা।ঐ কর্মসূচিতে ২০টি পরিবার অর্থাৎ ১০০ জন বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন।ঐ এলাকার কর্মিদের বাড়িতে দুপুরের আহার সারেন ও স্থানীয় এক মাজার পরিদর্শন করেন ও চাদর চাপান। কোথাও মিছিল, কোথাও পাড়ার মোড়ের মাথায় দাঁড়িয়ে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন বিধায়ক ও জেলা সভানেত্রী। অপরদিকে ঐ বিধানসভার রামপুরহাট দুই নম্বর ব্লকের বসোয়া গ্রামে উন্নয়নের সংলাপ কর্মসূচি সারেন জেলা INTTUCর জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য্য, নলহাটির দুই নম্বর ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্য কুদরতে খোদা, পঞ্চায়েত সমিতির সভাপতি বরুন ভট্টাচার্য ও অন্যান্য নেতৃত্বরা।










