ভোট পাঁচালী প্রচারে বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু।
সাধন মন্ডল বাঁকুড়া:—-২৬ শে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যজুড়ে ভোট পাঁচালী প্রচার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় ৯৫ টি জন মুখী প্রকল্প। যে চলছে সেই প্রকল্প গুলি ছড়ার আকারে ও পাঁচালীর মাধ্যমে প্রচারে বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে দলীয় কর্মীরা গ্রামে গ্রামে বুথে বুথে পাড়ায় পাড়ায় ঘুরছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিধান রায়পুর বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে দলীয় কর্মীদের দিয়ে তোশি বাড়াচ্ছেন চসে বেড়াচ্ছেন রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু তার সাথে কখনো থাকছেন রায়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু আবার কখনো সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র আবার রায়পুর ও সারেঙ্গা ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাতো ও সুব্রত মিশ্র সাথে দলীয় কর্মীবৃন্দ।। আজ সেই রকমই একটি প্রচার অভিযান চলল মটগোদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। আজ বেঘুয়াসোল গ্রামে শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু হয়। এই এলাকায় ভোট পাঁচালী প্রচারে উপস্থিত ছিলেন বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র ,মটগোদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দত্ত,উপপ্রধান সত্য মল্ল জেলা পরিষদ সদস্য কালিপদ সরেন রায়পুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুলেখা মাহাত, যুবনেতা মানসিংহ মাহাত, নেত্রী সুস্মিতা টুডু সহ দলীয় কর্মীরা। এ প্রসঙ্গে বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বলেন বাংলার উন্নয়নে আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্প গুলি চালাচ্ছেন সেগুলির প্রচার সাধারন মানুষের কাছে তুলে ধরা ও পথশ্রী প্রকল্পে গ্রামের রাস্তার উন্নয়নে যে রাস্তা তৈরি হচ্ছে সেগুলি রাজ্য সরকারের টাকাতে হচ্ছে এই বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরা। বিরোধীরা সাধারণ মানুষকে যাতে ভুল বোঝাতে না পারে সেই জন্যই এই প্রচার অভিযান।










