দীপ্তিশ্রীতে ঝলকালো ফ্যাশনের মহোৎসব

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- ফ্যাশন অফ ইন্ডিয়ার কর্ণধার শ্রী রিন্টু নন্দি ও পরিচর্যাকারী মিঃ জিত গন- এর তত্ত্বাবধানে সম্প্রীতি অনুষ্টিত হলো দীপ্তিশ্রী। এই নাম রাখার জন্য কুর্নিশ জানানো হয় কর্ণধারকে স্বয়ং। মা এমন একজন যে ছাড়া একটি সংসার অচল বললেই চলে। এবং সমাজে প্রতিটি মেয়ে মধ্যেই আছে একটি মাতৃরূপ। তেমনি নিজের মায়ের জন্মদিন উপলক্ষে ওই দিন-ই অনুষ্ঠিত হয়ে গেলো এমন এক বিশাল আয়োজন। এই অনুষ্ঠানে মাননীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর গৌতম ব্যানার্জী,দেবরাজ মুখার্জী ও মৈনাক ঘোষ,রোমি কুমার,জয়ন্ত দাশগুপ্ত ও অরিজিৎ নিয়োগী। বিচারকমন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন সোমাক সিনহা ও বিজলি ঘোষ কর্মকার। এই অনুষ্ঠানে স্পেশাল রানওয়ে হিসেবে দেখা যায় সোমা পাল,সুজাতা বণিক ও ডক্টর অমৃতা ভট্টাচার্য-কে। মোট ৮০ জন মডেলদের নিয়ে এই অনুষ্ঠান পরিচালনা হয় এবং মূল পর্বে নির্বাচিত হয় ১১ জন। পেজেন্টা মডেলদের মধ্যে ছিলেন জয়শিখা মজুমদার,দিশা খাটা, হিয়া বিশ্বল,দেবলীনা দত্ত, স্নেহা দাস, বার্নিনি পাল,সুজাতা পালিত,শ্রীজা বিশ্বাস,ঋষিকা দত্ত, অন্যান্য পান্ডে, বিউটি সরদার,অদ্রিকা ঘোষ, অতীন্দ্রিলা সরকার ও তানিশা দাস সহ আরো অনেকে। এই মিস বিভাগে থেকে বিজেতা করেন প্রিয়াঙ্কা পোদ্দার এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান পান সৃজা গাঙ্গুলী ও তুহিনা মন্ডল। কিডস বিভাগে বিজয়ী হয় অশ্মি রায়, দ্বিতীয় স্থান পায় অদৃজা সাহা ও তৃতীয় স্থান অধিকার করে সায়নিকা মজুমদার ও মিষ্টি। প্রথা মতে তিনজন নির্বাচনের বদলে এখানে আরো একটি স্থান দেওয়া হয় যেটি অধিকার করেন ঈপ্সিতা ঘোষ(চতুর্থ স্থান)। কিডস বিভাগে রিমি রায় ও শো স্টপার ধূরবি প্রাসাদ যেমন ছিল অনবদ্য ঠিক তেমনই রান ওয়ের শো স্টপার হিসেবে দেখা যায় উপ্পাস্যা দাস-কে। এ ছাড়া পেজেন্টা বিভাগে গ্রেটা চৌধুরী ও শো-স্টপার ঐশানি মজুমদার-এর পারফরম্যান্স ছিল নজরকাড়া। এই অনুষ্ঠানে যারা বিজয়ী হলেন তাদের জন্য গোয়া-তে বিনামূল্যে পোর্টফোলিও শুট ছাড়াও তারা আকর্ষণীয় পুরস্কার পান আর.পি ক্রিশন প্রোডাকশন হাউস ও সোমা বুটিকের তরফ থেকে। এমন একটি অনবদ্য শো আবার আগামি দিনের অপেক্ষায় মুখর হয়ে রইলো সমগ্র দর্ষকবৃন্দ।

Leave a Reply