“সম্মান চাই, অধিকার চাই” পুরাতন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই স্লোগান দিয়ে ভাতার বাজারে কর্মীদের নিয়ে বৈঠক করলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা।
ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতার ব্লকের বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে ভাতার বাজারে একটি অনুষ্ঠান বাড়িতে কর্মী বৈঠক করলেন।
ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত শহীদ তৃণমূল কংগ্রেসের কর্মীদের কে শ্রদ্ধা জানিয়ে শুরু করা হয় এই কর্মী বৈঠক।
উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা,
জেলা পরিষদের সদস্য জহর বাগদি,
জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন সামন্ত।
ভাতার তৃণমূল ছাত্র যুব নেতা সঞ্চিত দত্ত,
ভাতার পঞ্চায়েত সমিতির বিদ্যুতের কর্মদক্ষ,
ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি মনোয়ার ইসলাম,
ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি নুর আলম।
বর্তমান বিধায়ক, ব্লক সভাপতি ও শিক্ষার কর্মদক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এই কর্মী সভা থেকে তৃণমূল নেতৃত্ব।
ব্লক সভাপতি বাসুদেব জানান,
কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে শুনেছি,
তবে আমি সমস্ত মিটিং এর আগে কর্মীদেরকে মেসেজ করি।
তাতে যদি কেউ না আসে আমি কি করবো।
তবে এই কর্মসূচি নিয়ে ভাতার ব্লক জুড়ে রাজনৈতিক চর্চা।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।
