ছেলের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির সিউড়ি শহরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
জন্মদিন উপলক্ষে অনেকেই জাঁকজমকপূর্ণ সহকারে আহারের বাহারের মাধ্যমে নানান কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে। তবে সিউড়ি শহরের ছোট্ট আরহামের পঞ্চম জন্মদিন পালন করার অন্যপথ অবলম্বন করলেন তার পিতা আকাশ। জানা যায় খাবারের বা কেকের বাহারে নয় অসহায় দুস্থদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মোতাবেক রবিবার উপহার ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত
সিউড়ি পৌরসভার ১০ নং ও ১২ নং ওয়ার্ড সংলগ্ন মালফটক পাড়ার বুলেট ক্লাবে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু,স্বাস্থ্য ও মানসিক পরীক্ষা শিবির। শিবিরে প্রায় ১৬০ জন মানুষকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার পৌরপিতা উজ্জ্বল চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ রায়, ১২ নং ওয়ার্ড এর কাউন্সিলর অশোক চট্ররাজ, বিশিষ্ট চক্ষু পরীক্ষক সৌভিক দে, বিশিষ্ট মনোবিদ বিশেষজ্ঞ প্রিয়নীল পাল, সদর হাসপাতালের সেবিকা সুস্মিতা দত্ত, বিশিষ্ট স্বাস্থ্যকর্মী সুমন গড়ায়, চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য, রক্ত আন্দোলনের কর্মী মোশাররফ হোসেন প্রমুখ।
আজকের শিবিরের ভাবনা পরিকল্পনার কথা একান্ত সাক্ষাৎকারে ব্যাক্ত করেন উপহার ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি
কৌশিক দে।
