রুপারহীড়ে সহরায় উৎসবে মন্ত্রী জোৎস্না মান্ডি।
সাধন মন্ডল বাঁকুড়া:
পর্যটন ক্ষেত্র হিসেবে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর একটি অন্যতম পর্যটন কেন্দ্র এর পাশেই রয়েছে রুপার এর নামক একটি আদিবাসী গ্রাম। সেখানে প্রতিবছর কার্তিক পূর্ণিমায় অনুষ্ঠিত হয় সহরায় উৎসব ও গরু খুটানো উৎসব। এবারও তার ব্যতিক্রম হয়নি আজ বুধবার কার্তিক মাসের রাস পূর্ণিমার পূর্ণ লগ্নে রূপারহীড় গ্রামের স্থানীয় মাঠে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী আদিবাসী সহরায় উৎসব। খাতড়া থেকে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র যাওয়ার রাস্তার ধারে অবস্থিত এই মাঠে প্রতি বছরের ন্যায় এবারও রাস পূর্ণিমার দিন সহরায় উৎসব ও মেলার আয়োজন করা হয়। এবছর উৎসবের ৯১তম বর্ষ, ফলে উৎসবঘেরা মাঠে ছিল আলাদা উত্তেজনা। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছরের বাজেট প্রায় পঞ্চাশ হাজার টাকা। প্রতি বছরের মতো এবারও মাঠে বসে একদিনের মেলা। মনিহারি, খাবারদাবার সহ ছোট ছোট দোকান সাজিয়ে বসেন স্থানীয় ব্যবসায়ীরা। দুপুরের পর থেকেই শুরু হয় মোরগ লড়াই। বিকেল গড়াতেই মাঠে শুরু হয় জনপ্রিয় গরু খুঁটা। যা দেখতে দুপুর থেকেই বহু মানুষ জড়ো হতে শুরু করেন। এখানে উল্লেখ্য গরু খুটা উৎসব শুরু হয় কালীপুজো থেকে শেষ হয় রাস পূর্ণিমার দিন।
